New Update
/anm-bengali/media/post_banners/XWGpNrJBx8jYQwqqMN9f.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতীকী কবর ঘিরে তেলেঙ্গানা রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি কবর খুঁড়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার ছবি রেখে গিয়েছে। অভিযোগ যে নালগোন্ডা জেলার মুনুগোডের চুতুপ্পাল এলাকায় আঞ্চলিক ফ্লোরাইড প্রশমন ও গবেষণা কেন্দ্র এখনও স্থাপন করা হয়নি। এ বিষয়ে রাজ্য বিজেপি নেতা এনভি সুভাষ জানিয়েছেন, 'জেপি নাড্ডার মুনুগোডে ফ্লোরাইড ইনস্টিটিউট হবে বলে বিজেপি টিআরএস সরকারকে অনুরোধ করেছিল, বারবার অনুরোধ করার পরেও টিআরএস সরকার অন্ধ ও বধির হয়ে গেছে। যেহেতু তারা ব্যর্থ হয়েছে এবং তাদের কোনও সমস্যা নেই, তাই তারা উপনির্বাচনের আগে এই বিষয়টি উত্থাপন করেছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us