পেনশনে ট্রিপল লক রক্ষা করছি: লিজ ট্রাস

author-image
Harmeet
New Update
পেনশনে ট্রিপল লক রক্ষা করছি: লিজ ট্রাস



নিজস্ব সংবাদদাতা: সদ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন লিজ ট্রাস। তবে এরই মধ্যে তার সরকরে ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার লিজ ট্রাসকে চিঠি লিখে সরকার ত্যাগ করেছেন সুয়েলা ব্র্যাভারম্যান।


 তবে এবার যুক্তরাজ্যবাসীর উদ্দেশ্যে ট্যুইট করেছেন লিজ ট্রাস। যেখানে তিনি পেনশনভোগীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, "আমরা পেনশনে ট্রিপল লক রক্ষা করছি যাতে পেনশনভোগীরা সবচেয়ে উদার সহায়তা পান"।