দিগ্বিজয় মাহালী: নিষিদ্ধ শব্দবাজি বন্ধে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অভিযান পুলিশের। শহর থেকে গ্রাম সর্বত্রই শব্দবাজি বন্ধে তৎপর পুলিশ। চলছে সচেতনতার প্রচারও। বুধবার সকালে মেদিনীপুর সদরের চাঁদড়াতে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে গুড়গুড়িপাল থানার পুলিশ। জানা গিয়েছে, ওই এলাকায় এক ব্যবসায়ী বাড়িতে মজুত করেছিল শব্দবাজিগুলি। পুলিশ খবর পেয়ে অভিযান চালায়।
পুলিশ পৌঁছালে অভিযুক্ত ব্যবসায়ী বাড়ি ছেড়ে পালিয়ে যান। তবে শব্দবাজি বাজেয়াপ্ত করে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেলা জুড়ে পুলিশের অভিযানে বহু শব্দবাজি বাজেয়াপ্তের পাশাপাশি গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ছেড়ুয়াতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। একদিকে পুলিশের লাগাতার অভিযান অন্যদিকে সচেতনতার বার্তা দিতে চলছে মাইকিং। পাশাপাশি ছৌ-নৃত্যের মাধ্যমেও সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে জেলা পুলিশ।