রাস্তা সারানোর দাবিতে চারা লাগিয়ে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
রাস্তা সারানোর দাবিতে চারা লাগিয়ে বিক্ষোভ

সুদীপ ব্যানার্জী, কোচবিহার: দীর্ঘদিন থেকে রাস্তা বেহাল ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েতের কাদোরবাড়ি এলাকায় রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমছে। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বহুবার দাবি জানানোর পরও রাস্তা পাকা করার বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। শনিবার তাঁরা রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদে শামিল হন। একাংশ গ্রামবাসীদের বক্তব্য, এরপরও রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন জানান, 'বাসিন্দাদের ক্ষোভ যুক্তিসঙ্গত। রাস্তার বেহাল দশার কারণে তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।'