New Update
/anm-bengali/media/post_banners/YLasPMLQ1RDt3v1MVCU3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নামার আগে ইতিবাচক মনোভাব বজায় রাখছেন ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টানটাইন। নর্থ ইস্ট ম্যাচের পাশাপাশি ডার্বি ম্যাচ নিয়েও পারদ চড়তে শুরু করেছে। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে লাল হলুদ কোচ বলেছেন, "আমাদের কাছে সব দলই বিশেষ এবং প্রতিটি দলই আলাদা। তবে কেরালা ও গোয়ার দলের বিরুদ্ধে যে রকম প্রস্তুতি নিয়েছিলাম, নর্থইস্টের বিরুদ্ধেও আমরা সে রকমই প্রস্তুতি নিচ্ছি। ওদের দল যে রকম, সেই অনুযায়ীই নিজেদের তৈরি করে নেব আমরা। যাতে ইতিবাচক ফল পাওয়া যায়।' বস্তুত বাগান ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না কোচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us