উত্তপ্ত ত্রিপুরার বিশালগড়

author-image
Harmeet
New Update
উত্তপ্ত ত্রিপুরার বিশালগড়

নিজস্ব প্রতিনিধি-ফের উত্তপ্ত ত্রিপুরার বিশালগড়ের রাউৎখলা, রাজনৈতিক সংঘর্ষের জেরে সেখানের স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। হামলায় পুড়িয়ে দেওয়া হয় বাইক ও স্কুটি,পুলিশ সুত্রের খবর অনুযায়ী ৪টি বাইক ও ১টি স্কুটি জ্বলে ছারখার হয়ে গেছে।





পুলিশ সেই ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হলেও রক্ষা করা যায়নি সেই বাইক স্কুটিকে।জানা গেছে সেখানে ছোড়া হয় অগ্নিসংযোগ পেট্রোল বোমাও।সুত্রের খবর এই ঘটনার স্বীকার হয়েছে বিজেপি দলের সদস্যরা।সেই সঙ্গে বিজেপি দলের এক সদস্যের দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।