New Update
/anm-bengali/media/post_banners/wxSy458UndpgMTSyBmIY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কিশোর বয়সে খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। এরপর একাধিক নামকরা ক্লাবের হয়ে পায়ের জাদু দেখিয়েছিলেন জয়দেব চক্রবর্তী ওরফে লি। এখন তাঁর পা বাদ যেতে বসেছে। পুরনো চোটের কারণে এখন ভোগান্তি তাঁর নিত্যসঙ্গী। যা অর্থ ছিল তা দিয়ে আগে চিকিৎসা করিয়েছেন। দরকার আরও অর্থ। নাহলে পা বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, "২০১৭-তে একটি ফুটবল ম্যাচ চলাকালীন আমার পায়ে আঘাত লাগে। তারপর থেকে অপারেশন করা হয়নি। ২০২২ সালে অপারেশন করেছিলাম। কিন্তু, এরপর সেপটিক হয়ে যায়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us