/anm-bengali/media/post_banners/vStNAe1qm4DcsMFivoEk.jpg)
সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর : করোনা আবহের মধ্যেও সক্রিয় কিডনি পাচার চক্র উত্তর দিনাজপুর জেলায়। উত্তর দিনাজপুরের বিন্দোলের জালিপাড়া গ্রামে আবারও সক্রিয় কিডনি পাচারচক্র। বাসিন্দাদের অনেকেই ফের কিডনির কারবারিদের ফাঁদে পা বাড়িয়েছেন। শুধু জালিপাড়াই নয়, এলাকার একাধিক গ্রামের বাসিন্দাদের একাংশ কিডনি বিক্রির দালালদের ফাঁদে পা বাড়িয়েছেন। বিন্দোলের জালিপাড়া গ্রামের হতদরিদ্র বাসিন্দাদের অনেকেরই একটি করে কিডনি নেই। এরা বিভিন্ন সময়ে অভাব অনটনে মেয়ের বিয়ে দিতে এমনকি পরিবারের মুখে অন্ন জোগাতে এক-দু’লক্ষ টাকার বিনিময়ে একটি কিডনি বিক্রি করে দিয়েছেন। সূত্রের পাওয়া খবর অনুযায়ী একটি দালালচক্র এখানে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারাই এই গ্রামের বাসিন্দাদের এক-দুই লক্ষ টাকার বিনিময়ে ভিনরাজ্যের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে একটি করে কিডনি বিক্রি করে দিয়েছেন। কিছুদিন প্রশাসনের কড়াকড়ি এবং নজরদারিতে কিডনি বিক্রির প্রবণতা খানিকটা কমে গেলেও করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার পর থেকে ফের দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। যদিও জালিপাড়া গ্রামের একাংশ জানিয়েছেন, অভাবের কারণেই তাঁদের কিডনি বিক্রি করতে হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us