নিজস্ব সংবাদদাতা: জেলাতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। যা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মোট ৫৪৮ জন। পাশাপাশি মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল মন্দিরবাজারের কৃষ্ণদেবপুরের বাসিন্দার। হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি বলে দাবি মৃতের স্ত্রীর।