ট্রাকের ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি, বিক্ষোভ স্থানীয়দের

author-image
Harmeet
New Update
ট্রাকের ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি, বিক্ষোভ স্থানীয়দের

হরি ঘোষ, রানীগঞ্জঃ শনিবার গভীর রাতে রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরাট গ্রামের বাউরী পাড়া অঞ্চলে এক যন্ত্রাংশ বোঝাই এলপি ট্রাক ডামালিয়ার উদ্দেশ্যে আসার সময় রাস্তার দুই ধারে থাকা বেশকিছু বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের যন্ত্রাংশ ভেঙ্গে চলে যায়। স্থানীয় এলাকার স্টেট লাইন ও ইসিএলের বিদ্যুৎ সরবরাহ এর জেরে বিচ্ছিন্ন হয়। শনিবার রাত্রে স্থানীয় এলাকার গ্রামীণেরা বিষয়টি লক্ষ্য করে ট্রাকটিকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর  ওই ট্রাকের সঙ্গে থাকা তিন সদস্যকে আটক করে রাখে। পরে নিমচা ফাঁড়ির পুলিশ পৌঁছে গ্রামবাসীদের হাতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে। এই ঘটনার পরপরই গ্রামের মানুষেরা অবিলম্বে তাদের বিদ্যুৎ সরবরাহ সঠিক করা ও বেশকিছু জনের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই দাবি করে বিক্ষোভে সামিল হয়। এদিন জেলা পরিষদের রাস্তার ওপর বেশ কিছু গ্রামবাসী বিক্ষোভ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ পৌঁছে গ্রামীণদের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।