New Update
/anm-bengali/media/post_banners/Q2eRkoy0hq236jL9m0z4.jpg)
নিজস্ব প্রতিনিধি-শ্রীলংকার গায়িকা ইয়োহানিকে কে না চেনে! তার গাওয়া গান মানিকে মাগে হিথে এর মাধ্যমেই বিশাল পরিচিতি লাভ করেন তিনি।রাতারাতি এই গান তাকে খ্যাতির উচ্চ শিখরে নিয়ে যায়।সম্প্রতি তাকে কপিল শর্মা শোতে দেখা গেছে।এই শোতে গিয়েই এবার মানিকে মাগে হিথে গাইলেন ইয়োহানি।সেই ভিডিওতে তাকে গোলাপি পোশাকে দেখা যায় গিটার বাজিয়ে গান গাইতে।
সেই গান শুনে দর্শকদের ভালবাসা ঝরে পড়ছে হাততালিতে।সেই ভিডিও শেয়ার করেছেন কপিল শর্মা নিজে, এবং তার ক্যাপশনে তিনি লিখেছেন,"লেডিস এবং জেন্টালম্যান ভাইরাল সেনশেসন ইয়োহানি আমাদের ঘরে এসে গিয়েছে।" খুব শীঘ্রই এই পর্বটি দেখা যাবে দা কাপিল শর্মা শোতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us