New Update
/anm-bengali/media/post_banners/Ot3UGh2JCvvxcaK2ESC6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছিল স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারাতে শুরু করেছিল আয়ারল্যান্ড। জয়ের গন্ধ পেতে শুরু করেছিল স্কটল্যান্ড। পাঁচ নম্বরে নেমে আয়ারল্যান্ড ব্যাটিং-এর হাল ধরেন কার্টিস ক্যাম্পার। তিনিই ম্যাচের সেরা। ব্যাট হাতে করেছেন অপরাজিত ৭৩ রান। বল হাতেও করেছেন কামাল। নিয়েছেন দুটি উইকেট। তাঁর ৭৩ রানের ইনিংস সাজানো রয়েছে সাতটি চার এবং দুটি ছয় দিয়ে।
A special all-round performance from a special all-rounder 👏#BackingGreen#T20WorldCup ☘️🏏 pic.twitter.com/0YDCFCNvXQ
— Cricket Ireland (@cricketireland) October 19, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us