কার্টিস-জর্জের দুরন্ত পার্টনারশিপ

author-image
Harmeet
New Update
কার্টিস-জর্জের দুরন্ত পার্টনারশিপ

নিজস্ব সংবাদদাতাঃ আরও একটা অনবদ্য ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেল আয়ারল্যান্ড। সৌজন্যে দুই আইরিশ ব্যাটসম্যান। কার্টিস ক্যাম্পার এবং জর্জ ডকরেলের যুগলবন্দীতে এসেছে জয়। কার্টিস খেলেছেন ৩২ বলে অপরাজিত ৭২ রানের একটি ইনিংস। পরপর তিনটি চার মেরে জিতিয়েছেন দলকে। অন্যদিকে অভিজ্ঞ জর্জ করেছেন ২৭ বলে অপরাজিত ৩৯ রান।