নিজস্ব সংবাদদাতা: সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলনের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের অভিযোগ, কোনও কর্মী দফতরে ঢুকতে পারছেন না। আবেদনে কর্মীদের নিরাপত্তার আবেদন জানিয়েছে পর্ষদ। সেইসঙ্গে পর্ষদ আজই শুনানির আর্জি জানায়। এত দ্রুত শুনানির কি আছে ? এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কী অসুবিধা হবে ? মন্তব্য বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের।