নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গি রুখতে প্রাথমিক বিদ্যালয়গুলিকে ৮ নির্দেশিকা দিল রাজ্য শিক্ষা দফতর। সেই নির্দেশিকায় বলা হয়েছে ডেঙ্গি সচেতনতা শিবির করতে হবে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে। আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার এই সচেতনতা শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল ও স্কুল চত্বরকে পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুলের আওতাধীন কোনও জায়গায় জল জমতে দেওয়া যাবে না। স্কুল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে তার ভিডিয়ো তুলে রাখতে হবে। প্রত্যেকদিন ডেঙ্গি রোধে কি ব্যবস্থা করা হয়েছে তার পর্যালোচনা করতে হবে।