উপত্যকার ১৫টি জায়গায় হানা দিল NIA, গ্রেফতার ১

author-image
Harmeet
New Update
উপত্যকার ১৫টি জায়গায় হানা দিল NIA, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতাঃ উপত্যকার ১৫টি জায়গায় হানা দিল  জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। জানা গিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের ১৫টি জায়গায় দুটি সন্ত্রাসী মামলায় অভিযান চালায় - একটি বাথিন্ডি আইডি পুনরুদ্ধার মামলা সম্পর্কিত এবং অন্যটি পাক ভিত্তিক জইশ-ই-মহম্মদের একটি ফ্রন্ট লস্কর-ই-মুস্তাফা (এলইএম)-এর সাথে যুক্ত মামলায়। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সঙ্গে এনআইএ-এর একটি দল এই জায়গাগুলিতে একযোগে অভিযান চালিয়েছিল যার মধ্যে রয়েছে পুলওয়ামা, শোপিয়ান, শ্রীনগর, অনন্তনাগ, জম্মু এবং বানিহাল। এমনকি একজন জঙ্গিকে আটকও করেছে কেন্দ্রীয় সংস্থা বলে খবর।