নিজস্ব সংবাদদাতা: বাজি ব্যবসায়ীদের দমকলের ছাড়পত্র নবীকরণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু না হওয়ায় বাজি বাজারের ভবিষ্যৎ নিয়েও চলল দিনভর জটিলতা। মঙ্গলবার থেকে শহরের তিন জায়গায় বাজি বাজার শুরু হওয়ার কথা থাকলেও তা হল না। দিনের শেষে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়ে বাজি বাজার করার অনুমতি দেওয়া হলেও কবে বাজারের বাইরের ব্যবসায়ীদের দমকলের ছাড়পত্র মিলবে বা আদৌ দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।চলতি বছরে শহিদ মিনার ও বিজয়গড়ে বাজির বাজার হচ্ছে না। টালা, বেহালা এবং কালিকাপুরে হতে চলেছে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে বাজি বাজার। কলকাতা হাই কোর্ট চলতি বছরের কালীপুজোয় সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর ছাড়পত্র দিয়েছে।