​নিজস্ব সংবাদদাতাঃ ভারতের গ্রিকো-রোমান কুস্তিগীর সজন ভানওয়ালা ৭৭ কেজি বিভাগে ঐতিহাসিক ব্রোঞ্জ জেতার পরে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের ছোট স্কোয়াডকে গৌরবান্বিত করেছেন। সজন U-23 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম গ্রিকো-রোমান পদক জিতেছেন ৷ এই কুস্তিগীর ঐতিহাসিক পদক জিততে রেপেচেজ রাউন্ডে ইউক্রেনের দিমিত্রো ভাসেটস্কিকে হারিয়েছেন। ভারতীয় কুস্তিগীর ইউক্রেনীয় প্রতিপক্ষের বিরুদ্ধে ১০-১০ পয়েন্টে জয় নিশ্চিত করেছেন।