নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে ফের নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। গত এক সপ্তাহে ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাশিয়া ধ্বংস করে দিয়েছে। মঙ্গলবার এমনই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুধু তাই নয়, রুশ সেনা যেভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা শুরু করেছে, তাতে ইউক্রেনের অবস্থা ক্রমাগত জাটিল হচ্ছে বলেও জানান তিনি।