করোনা কাল কাটিয়ে বাজারের মুখ দেখতে চলেছে মাটির প্রদীপ

author-image
Harmeet
New Update
করোনা কাল কাটিয়ে বাজারের মুখ দেখতে চলেছে মাটির প্রদীপ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আসন্ন আলোর উৎসব দীপাবলি। তার আগে কুমোর পাড়াতে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। কুমোরের চরকিতে নোংরা আবর্জনা মুক্ত স্বচ্ছ মাটিতে বিভিন্ন নকশায় বিভিন্ন মাপের ছোট বড় প্রদীপ গড়ে তুলে চলেছেন মাটির প্রদীপ তৈরির কারিগররা। সেই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুড়দাতে। বর্তমান আবহাওয়া অনুকূল তাই প্রদীপ তৈরি করতেও বেগ পেতে হচ্ছে না কারিগরদের। সময় মতো প্রদীপগুলোকে তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিচ্ছেন তাঁরা। সেই সঙ্গে চলছে পুজোর জন্য ব্যবহৃত মাটির অন্যান্য সামগ্রী তৈরির কাজ। আর এখন থেকে কুমোরপাড়াতে শুরু হয়ে গেছে প্রদীপের চাহিদা। তাই দ্রুত ব্যস্ততার সঙ্গে চলছে সেই প্রদীপ তৈরির কাজ। যদিও অনেকে মনে করেন কালীপুজো অর্থাৎ দীপাবলিতে বর্তমান চলতি বাজারে টুনি বাল্বের দাপটে হারিয়ে যেতে বসেছে এই মাটির প্রদীপগুলো। তবে মৃৎশিল্পীর দাবি যতই আধুনিক টুনি বাল্ব আসুক না কেন বাজারে, যারা মাটির জিনিস ব্যবহার করেন, তাঁরা ব্যবহার করবেন। ফলে মাটির প্রদীপের চাহিদা বরাবরই ছিল, থাকবে। মৃৎশিল্পী ভানু চরণ বেরা জানান “সারা বছর ধরে এই মাটির কাজ করেন তাঁরা। তবে গত লকডাউন পরিস্থিতিতে তাদের বিক্রি একটু খারাপ পরিস্থিতিতে ছিল। তবে বর্তমানে কালীপুজোর আগে থেকে প্রদীপ সহ মাটির অন্যান্য সামগ্রীর চাহিদা বেড়েছে।"