সরকারী অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ

author-image
Harmeet
New Update
সরকারী অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা পার্বতীচক এলাকায় ঝুমি নদীর পারে পালেদের রায়ত জায়গা থেকে বিশাল বিশাল গাছ কেটে পাচার করা হচ্ছে, নেই সরকারি কোনো অনুমতি। মনসুকার ঘোড়ইঘাট পার্বতীচক এলাকায় ঝুমি নদীর পাড়ে রিন্টু পালের জায়গায় রয়েছে প্রাচীন বহু বিশাল বিশাল গাছ আর সেই গাছ বিক্রি করা হয়েছে স্থানীয় কাঠ ব্যবসায়ী কাশীনাথ সাতিককে। কাশিনাথ বাবু বনদপ্তর এর অনুমতি ছাড়াই অবৈধভাবে বেশ কয়েকজন কর্মী নিয়ে মেশিন দিয়ে কয়েক দিন ধরেই একের পর কাটছেন বিশাল বিশাল গাছ। গোটা এলাকা জুড়েই পড়ে রয়েছে বিশাল আকারের গাছের কাঠের গুড়ি।অবৈধভাবে গাছ কাটার ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।এ বিষয়ে কাঠ ব্যবসায়ী কাশীনাথ সাতিকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন বন দপ্তরের অনুমতি নেওয়া হয়নি।এখন প্রশ্ন উঠছে মনসুকা গ্রাম পঞ্চায়েতের পাশেই নজর এড়িয়ে অবৈধভাবে কয়েকদিন ধরে বিশাল বিশাল গাছ কাটা হচ্ছে কীভাবে?