জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি

author-image
Harmeet
New Update
জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল  পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার সরকারি অনৈতিক প্রয়াসের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে বিক্ষোভ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি । সমিতির অভিযোগ, এসটি হওয়ার নির্ধারিত বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও অবৈধভাবে, অনৈতিকভাবে ক্ষত্রিয় হিসেবে স্বীকৃত কুড়মী সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার সরকারি প্রয়াস করা হচ্ছে। তারই বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি মঙ্গলবার পালন করা হয়। ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের আগে ঝাড়গ্রাম শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল গোটা শহর পরিক্রমা করে । ঝাড়গ্রাম শহরের সিধু কানহুর মূর্তির পাদদেশ থেকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলের শেষে ঝাড়গ্রাম এর জেলা শাসককে একটি ডেপুটেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে । ওই সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয় যে কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় সংযুক্ত করা যায় না, যাবে না। আদিবাসীদের সাংবিধানিক অধিকার হরণের চক্রান্ত ব্যর্থ করার আবেদন জানানো হয়। সেই সঙ্গে ওই সংগঠনের পক্ষ থেকে জঙ্গল রক্ষার দাবি জানানো হয়। এছাড়াও ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের দাবি না মানা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিক্ষোভ ও ডেপুটেশন কে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা ছিল। তবে ওই সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার শান্তি পূর্ণভাবে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। ওই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে কয়েক হাজার আদিবাসী সমাজের মানুষ সামিল হয়েছিলেন।