New Update
/anm-bengali/media/post_banners/2hLYLYjFy7XkgEmxQdEG.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছে এটিকে মোহন বাগান। আগামী ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ডার্বি সম্পর্কে বাগানের হ্যাটট্রিক হিরো দিমিত্রিয়স পেট্রাটস বলেছেন, "আশা করি, সমর্থকেরা খুবই খুশি হবেন ও আমাদের আরও বেশি সমর্থন করবেন। পরের ম্যাচে আমাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। ওই ম্যাচে আমাদের হয়ে গলা ফাটানোর জন্য দলে দলে সবাই স্টেডিয়ামে আসুন। সে দিনও আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব"।
🗣️। 'আমরা হৃদয় দিয়ে খেলেছি, নিজেদের প্রতীকের সন্মান বজায় রাখতে'।
ভারতে এসে দ্বিতীয় ম্যাচেই হ্যাটট্রিকের পর নতুন নায়ক পেট্রাটস আর কী বললেন?#KBFCATKMB#HeroISL#LetsFootball#ATKMohunBagan#DimitriPetratoshttps://t.co/vS8eD3Hn4S— Indian Super League (@IndSuperLeague) October 18, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us