ডার্বিতেও নিজের সেরাটা দিতে চাইছেন দিমি

author-image
Harmeet
New Update
ডার্বিতেও নিজের সেরাটা দিতে চাইছেন দিমি

নিজস্ব সংবাদদাতা: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছে এটিকে মোহন বাগান। আগামী ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ডার্বি সম্পর্কে বাগানের হ্যাটট্রিক হিরো দিমিত্রিয়স পেট্রাটস বলেছেন, "আশা করি, সমর্থকেরা খুবই খুশি হবেন ও আমাদের আরও বেশি সমর্থন করবেন। পরের ম্যাচে আমাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। ওই ম্যাচে আমাদের হয়ে গলা ফাটানোর জন্য দলে দলে সবাই স্টেডিয়ামে আসুন। সে দিনও আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব"।