নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। সর্বোচ্চ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এখনই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই । তবে তদন্ত চালিয়ে যেতে পারবে তারা। একই সঙ্গে হাইকোর্টের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশে এদিন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন মানিক ভট্টাচার্যকে ইডির গ্রেফতারির বিরোধিতায় দায়ের মামলারও শুনানি হয়।