নিজস্ব সংবাদদাতাঃ ২০১৬ রিও অলিম্পিকের পর ২০২১ টোকিও অলিম্পিকেও সোনা জেতা হল না ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধুর। তবে এখনও পদক জয়ের আশা শেষ হয়ে যায়নি ভারতীয় তারকার। রবিবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে নামছেন সিন্ধু। প্রতিপক্ষ হলেন চিনের হে-বিং-জিয়াও। বিকেল ৫টা থেকে শুরু হবে ম্যাচ।