ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা ও অ্যালেক্সিয়া পুতেয়াস

author-image
Harmeet
New Update
ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা ও অ্যালেক্সিয়া পুতেয়াস

নিজস্ব সংবাদদাতাঃ পুরুষদের ব্যালন ডি’অর জেতার দৌড়ে ফাইনাল ফোর-এ ছিলেন করিম বেঞ্জেমা, রবার্ট লেওয়ানডস্কি, সাদিও মানে, কেভিন ডি ব্রুইন। যোগ্য দাবিদার হিসেবেই এই পুরস্কার জিতলেন ফ্রান্স তথা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেঞ্জেমা। পুরস্কার তুলে দিলেন কিংবদন্তি জিনেদিন জিদান। কিছুটা রহস্য তৈরি করেই নাম ঘোষণা করেন জেতেন। পঞ্চম ফরাসি ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলে বেঞ্জেমা। মহিলাদের ব্যালন ডি’অর জিতলেন অ্যালেক্সিয়া পুতেয়াস। স্পেন জাতীয় দল তথা বার্সেলোনার এই ফুটবলারের হাতে পুরস্কার তুলে দেন আন্দ্রে শেভচেঙ্কো। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন অ্যালেক্সিয়া। দেশ এবং ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোলদাতার জন্য গত বছর থেকে গার্ড মুলার ট্রফি দেওয়া শুরু করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। এ বারও এই পুরস্কার জিতলেন পোল্যান্ড তথা বার্সেলোনা তারকা রবার্ট লেওয়ানডস্কি। গত মরসুমে ৫৭ গোল করেন লেওয়ানডস্কি। পুরস্কার নিয়ে বলেন, ‘আমার কাছে গার্ড অনুপ্রেরণা। এই পুরস্কার আমার কাছে গর্বের। ফুটবলার হিসেবেই শুধু নয়, মানুষ হিসেবেও আইকন ছিলেন গার্ড মুলার।’