ভাল আচরণের জন্যই বিলকিস বানো মামলার বন্দিদের মুক্তি: গুজরাট সরকার

author-image
Harmeet
New Update
ভাল আচরণের জন্যই বিলকিস বানো মামলার বন্দিদের মুক্তি: গুজরাট সরকার

নিজস্ব সংবাদদাতাঃ সংশোধনাগারে তাদের “আচরণ ভাল ছিল” এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছিল। সেই কারণেই বিলকিস বানো গণধর্ষণ মামলার ১১ জন আসামীকে ১৪ বছরের কারাবাসের পরই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে গুজরাট সরকার। সরকার আরও বলেছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসাবে কেন্দ্রের পক্ষ থেকে যে বন্দিমুক্তির সার্কুলার এসেছিল, সেই সার্কুলার মেনে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়নি। বরং তারা মুক্তি পেয়েছে, ১৯৯২ সালে শীর্ষ আদালতের নির্দেশিত নীতি অনুসারে। এর জন্য সাতটি কর্তৃপক্ষের মতামতও বিবেচনা করেছে সরকার। গুজরাট সরকার জানিয়েছে, এই আসামীদের অকাল মুক্তির প্রস্তাবের বিরোধিতা করেছিলেন সিবিআই-এর এসপি, মুম্বইয়ের এসসিবি, সিবিআইয়ের বিশেষ বিচারক, গ্রেটার বম্বে দায়রা আদালত। তবে, গুজরাটের সমস্ত কর্তৃপক্ষই এই প্রস্তাবের পক্ষে ছিল।