নিজস্ব সংবাদদাতাঃ অনেকের মনেই বিয়ের পরেও স্বমেহন(masturbation) করা স্বাভাবিক কিনা সেই প্রশ্নটা আসে। উত্তরটা হল, একদমই স্বাভাবিক। বিয়ের পর কেউ স্বমেহন করছেন মানেই তিনি তাঁর সঙ্গী বা সঙ্গিনীকে অবহেলা করছেন তা নয়। বিশেষজ্ঞদের মতে, যাঁরা নিজেদের খুব ভালোবাসেন তাঁরা স্বমেহন করেন। বিয়ের পর কি নিজেকে ভালোবাসা যায় না? তাই বিয়ের পরেও এটা করাটা খুবই স্বাভাবিক।