ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের বেতনের ফারাক প্রচুর, অঙ্কটা জানেন?

author-image
Harmeet
New Update
ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের বেতনের ফারাক প্রচুর, অঙ্কটা জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের পুরুষ ক্রিকেট দল এবং মহিলা ক্রিকেট দলের বেতনে রয়েছে আকাশপাতাল ফারাকভারতের পুরুষ ক্রিকেটারদের চুক্তির চারটি বিভাগ রয়েছে ‘এ+’, ‘এ’,’বি’ এবং ‘সি’ ‘এ+’ বিভাগে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহতাঁরা পান বার্ষিক ৭ কোটি টাকা ‘এ’, ‘বি’ এবং ‘সি’ বিভাগে থাকা প্লেয়াররা পান যথাক্রমে বার্ষিক ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি টাকাঅপরদিকেভারতেরমহিলাক্রিকেটারদেরভাগকরাহয়েছে‘এ’, ‘বি’, ‘সি’ তিনটি বিভাগে ‘এ’ বিভাগে থাকা ক্রিকেটারেরা পান বার্ষিক ৫০ লাখ টাকা এবং ‘বি’ ও ‘সি’ বিভাগে থাকা ক্রিকেটারেরা পাবেন যথাক্রমে বার্ষিক ৩০ লাখ টাকা ও ১০ লাখ টাকা