New Update
/anm-bengali/media/post_banners/CafibSJQjGYS6OSUFJsz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইস্টবেঙ্গলের এবারের স্কোয়াডে রয়েছেন মোবাশির রহমান। মরসুম শুরু হওয়ার আগে মোবাশিরের আগমনের সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন লাল হলুদ সমর্থকরা। আশা করা হয়েছিল লাল হলুদ জার্সিতে ভালো কিছু করে দেখাবেন তিনি। কিন্তু স্টিফেন কনস্টানটাইনের দলে সেই অর্থে সুযোগ পাচ্ছেন না তিনি। যদিও দলের সঙ্গে অনুশীলনের সময় হাসি মুখেই দেখা গিয়েছে মোবাশির রহমানকে।
❤️ for the ball ft. Mobashir! ⚽️#JoyEastBengal#আমাগোমশালpic.twitter.com/zyXoBylJ5z
— East Bengal FC (@eastbengal_fc) October 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us