New Update
/anm-bengali/media/post_banners/wt7PjjjMmDseE3Q26PF1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একেই বলে ঘুরে দাঁড়ানো। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুলের বিরুদ্ধে ৯-০ গোলে হেরে গিয়েছিল বর্নমাউথ। এপরেই ঘুরে দাঁড়িয়েছে দল। লিভারপুলের বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর থেকে অপরাজিত রয়েছে বর্নমাউথ। বর্তমানে প্রিমিয়ার লিগ ক্রম তালিকার দশম স্থানে রয়েছে বর্নমাউথ। দলের প্রাপ্ত পয়েন্ট ১৩। শেষ পাঁচ ম্যাচে একটি ম্যাচেও তারা হারেনি।
What a stat! #PL | @afcbournemouthpic.twitter.com/23pLcNLtn2
— Premier League (@premierleague) October 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us