New Update
/anm-bengali/media/post_banners/63cH9g78us19rmsn5vUp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপের মূল ম্যাচে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়। এদিন টিম ইন্ডিয়ার এই জয়ের অন্যতম কারিগর বাংলার মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯ ওভার পর্যন্ত গ্যালারিতে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ ওভারে শামির হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক শর্মা। অস্ট্রেলিয়ার তখন জয়ের জন্য দরকার ছিল মাত্র ১১ রান। এই পরিস্থিতিতে বাংলার এই পেসার নিলেন চার উইকেট। পরাজয়ের মুখ থেকে ফিরিয়ে দলকে উপহার দিলেন জয়।
What A Win! 👌 👌#TeamIndia beat Australia by 6⃣ runs in the warm-up game! 👏 👏
Scorecard ▶️ https://t.co/3dEaIjgRPS#T20WorldCup | #INDvAUSpic.twitter.com/yqohLzZuf2— BCCI (@BCCI) October 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us