/anm-bengali/media/post_banners/YprxFvx5hJwd4njfeBuR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি বিশ্বকাপে আরও এক অঘটন। ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল স্কটল্যান্ড। সোমবার ব্লান্ডস্টোন এরিনায় মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করেছিল স্কটল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শুরু থেকে জয়ের জন্য খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অচিরেই ভেঙে পড়ে স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডার। সাত নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন জেসন হোল্ডার। স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট তিনটি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ রান করেছেন জর্জ মুনেসে, অপরাজিত ৬৬ রান করেছেন তিনি।
What a performance 🔥
Scotland get their campaign underway with a commanding victory against West Indies 💪#T20WorldCup | #WIvSCO | 📝 https://t.co/zYWEnEHtifpic.twitter.com/rWZPmS9wyR— T20 World Cup (@T20WorldCup) October 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us