New Update
/anm-bengali/media/post_banners/Xb3A198NAMD7fzpuCiV1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব ক্রিকেটের কুড়ি বিশ্বের ফরম্যাটে অন্যতম হেভিওয়েট দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিরুদ্ধে ভালোই লড়াই দিচ্ছে স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটের বিনিময়ে করেছে ১৬০ রান। মুনসে ব্যাট হাতে করেছেন ৫৩ বলে অপরাজিত অপরাজিত ৬৬ রান। জেসন হোল্ডার নিয়েছেন জোড়া উইকেট। ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের কাছেই রয়েছে জয়ের সুযোগ।
West Indies have lost two wickets but are in control of the chase at the end of the Powerplay! #T20WorldCup | #WIvSCO | 📝 https://t.co/TLOj3XuWn4pic.twitter.com/3jCnUlUdXD
— ICC (@ICC) October 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us