New Update
/anm-bengali/media/post_banners/ppcfOqL5QTZseT5yZKW8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ। ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সেই সঙ্গে পর্যটনের দিকে নজর দিচ্ছে কাতার প্রশাসন। সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে প্রচার। সম্প্রতি আল জুবারাহ দুর্গের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে। সরকারি হিসেবে ১৯৩৮ সাল থেকে খোলা হয়েছে এই দুর্গের দরজা। সময়ের সঙ্গে ক্রমে যা উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিশ্বকাপের দৌলতে পর্যটক বা উৎসাহীদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Explore Al Zubarah Fort as it offers a glimpse into Qatar’s rich history #Qatar2022#WorldCup2022pic.twitter.com/aCIURwE0m9
— Road to 2022 (@roadto2022en) October 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us