নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর বাকি মাত্র ৩ দিন। তারপরই ব্যস্ত হয়ে পড়বেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে তাই সহধর্মিণী অনুষ্কার সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো যায় কাটিয়ে নিচ্ছেন বিরাট। শনিবার যেমন অনুষ্কার সঙ্গে একটি মিষ্টি ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভারত অধিনায়ক। আর বলাই বাহুল্য, শেয়ার করা মাত্রই ‘বিরুষ্কা’র সেই ছবি অনুরাগীদের মন জয় করে নিয়েছে।