​নিজস্ব সংবাদদাতাঃ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় কথিত দুর্নীতির অভিযোগে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে তলব করেছে। তাঁকে আজ সকাল ১১টায় ফেডারেল সংস্থার সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদের আগে আপ নেতা পদ্ম শিবিরকে তীব্র কটাক্ষে বিদ্ধ করে বলেন,'বিজেপির লক্ষ্য আমাকে গুজরাটে যাওয়া থেকে আটকাতে জেলে পাঠানো। সিবিআই অভিযানে আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি।'