ইইউর সদস্য বাড়াতে চান শলৎজ

author-image
Harmeet
New Update
ইইউর সদস্য বাড়াতে চান শলৎজ

নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপিয়ান ইউনিয়নকে (ইইউ) আরও বড় করার কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।ইউরোপিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটদের এক সমাবেশে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নকে আরও বিস্তৃত করা গেলে বৈশ্বিক অঙ্গনে আরও প্রভাব রাখা সম্ভব হবে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর একে তিনি আরও গুরুত্ব দিয়েছেন। বর্তমানে ইইউতে সদস্য দেশ ২৭টি। শলৎজ বলেন, ‘ইইউতে ৩০ থেকে ৩৬ সদস্য হলে এবং ৫০ কোটির বেশি মুক্ত ও সমান অধিকারের নাগরিক হলে বৈশ্বিক অঙ্গনে তখন আরও বেশি প্রভাব রাখা যাবে।'