New Update
/anm-bengali/media/post_banners/NXGvju9izQco2mIobHvB.jpg)
নিজস্ব সংবাদদাতা: কোচিতে সাত গোলের থ্রিলার ম্যাচ। এটিকে মোহনবাগান পেছন থেকে এসে কেরালা ব্লাস্টার্সকে তাদের ঘরের মাঠে পরাস্ত করেছে। এটিকে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন দিমিত্রি পেত্রাতোস। কেরালাকে ৫-২ গোলে হারাল বাগান। দিমিত্রির সঙ্গে জোনি কাউকো ও লেনি রডরিগেজ একটি করে গোল করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us