​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার মধ্যপ্রদেশ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোপালে আয়োজিত অনুষ্ঠানের পর বিকাল সাড়ে ৩টায় গোয়ালিয়রে পৌঁছন তিনি। সেখানে গোয়ালিয়র বিমানবন্দরে নতুন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী যখন গোয়ালিয়রে পৌঁছন, তখন তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমর গোয়ালিয়র বিমানবন্দরে শাহকে স্বাগত জানান।