New Update
/anm-bengali/media/post_banners/k3F4cA1ZDDNzGp7JD9Ok.jpg)
হরি ঘোষ, জামুরিয়া: আজ বাহাদুরপুর মোড় ও হিজলগড়া মোড়ে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি, মুখ্যমন্ত্রী সমেত বিভিন্ন নেতৃত্বের ফোনকলে আড়ি পাতার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা। এই সভায় উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, জামুরিয়া দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের যুব নেতা দীনেশ চক্রবর্তী, লালটু কাজী-সহ ব্লক নেতৃত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us