New Update
/anm-bengali/media/post_banners/l5qHupVdo4Br1Bk3HANC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টি২০ বিশ্বকাপের শুরুতেই ইতিহাস। শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে নামিবিয়া। দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে এই জয়ের অন্যতম কারিগর নামিবিয়ার অলরাউন্ডার জ্যান ফ্রাইলিংক। বলে, ব্যাটে দুই ক্ষেত্রেই কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কান শিবিরে। ব্যাট হাতে ২৮ বলে করেছেন ৪৪ রান। বল হাতে নিয়েছেন জোড়া উইকেট। তিনিই হয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটার।
44 off 28 with the bat🏏
2/26 with the ball 🔥
All-round brilliance from Jan Frylinck 💪#T20WorldCuppic.twitter.com/isRm72UiNg— ICC (@ICC) October 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us