New Update
/anm-bengali/media/post_banners/rm8DQFjDTJP2hsqV2KVa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টি২০ বিশ্বকাপের রাউন্ড ওয়ানের প্রথম ম্যাচে ঐতিহাসিক ফলাফল। শ্রীলঙ্কাকে হারিয়েছে নামিবিয়া। নামিবিয়ার এই জয়ে বিস্মিত ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কাকে তারা ৫৫ রানে হারিয়েছে। কিংবদন্তি সচিন তেন্ডুলকর সামাজিক মাধ্যমে লিখেছেন, "আজ ক্রিকেট বিশ্বকে নামিবিয়া বলে দিল... 'নাম' মনে রাখবেন।" প্রথমে ব্যাট করে ১৬৩/৭ রান করেছিল নামিবিয়া। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ১০৮ রান, বাকি ছিল একটা ওভার।
Namibia 🇳🇦 has told the cricketing world today… “Nam” yaad rakhna! 👏🏻
— Sachin Tendulkar (@sachin_rt) October 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us