কারোর সমর্থন ছাড়াই বিধানসভা ভোটে জিতবে দলঃ কংগ্রেস

author-image
Harmeet
New Update
কারোর সমর্থন ছাড়াই বিধানসভা ভোটে জিতবে দলঃ কংগ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোট নিয়ে যথেষ্ট আশাবাদী কংগ্রেস শিবির। আসন্ন নির্বাচনে কংগ্রেসই জিতবে বলে আশাবাদী কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বল্লারিতে রবিবার জানিয়েছেন, 'কারও সমর্থন ছাড়াই আমরা ১৫০টি আসনছুঁতে পারব। কর্ণাটকের মানুষ ১৫০টি আসনের সুস্পষ্ট ম্যান্ডেট দেবে।'