নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কয়েকটি অপহরণের মামলায় শনিবার তেলঙ্গানা পুলিশ দুই সিরিয়াল অপরাধীকে গ্রেফতার করেছে। সাধারণ মানুষ, বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কমিশনারেটের জনশৃঙ্খলা রক্ষার জন্য সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযানে, সিপি, রাচাকোন্ডা দ্বারা দুই কুখ্যাত অপহরণকারী অপরাধীকে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে। তাদের চেরলাপাল্লির কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।