New Update
/anm-bengali/media/post_banners/AIN4z8vCoQGunGgOqHSV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এটিকে মোহন বাগানের বিরুদ্ধে আসন্ন ডার্বিতে মাঠে নাও নামতে পারেন ইস্টবেঙ্গল এফসির দুই তারকা বিদেশি ফুটবলার। জল্পনা রয়েছে অ্যালেক্স লিমা এবং এলিয়ান্দ্রোকে নিয়ে। দুজনেরই চোট রয়েছে। লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন সাংবাদিকদের বলেছেন, "ও (লিমা) খুব বেশি চোট পেয়েছে। আস্তে আস্তে ফিট হওয়ার চেষ্টা করছে।" যদিও এলিয়ান্দ্রোর চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us