New Update
/anm-bengali/media/post_banners/qFHL0MGefpo5qBsVCptw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচে জিততে পারল না ইস্টবেঙ্গল এফসি। শনিবার এরিয়ানের বিরুদ্ধে ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জেতা হল না ইস্টবেঙ্গলের। বিরতির আগে গোল করে লাল হলুদ ব্রিগেডকে এগিয়ে দিয়েছিল জেসিন টিকে। খাতায় কলমে এরিয়ানের থেকে ইস্টবেঙ্গল এগিয়েই ছিল। কিন্তু বাস্তবে তা হল না। এরিয়ানের বিরুদ্ধে গোল করে স্কোরলাইন ১-১ করেন অমরনাথ। ড্র হয় ম্যাচ।
Full-time at the Naihati Stadium#JoyEastBengal#CFL#EastBengalFC#আমাগোমশালpic.twitter.com/iYdSB1nQ2H
— East Bengal FC (@eastbengal_fc) October 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us