New Update
/anm-bengali/media/post_banners/wCNqjBcQBTi1DB6KRYCW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সপ্তমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। শনিবার মহিলাদের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র পাঁচটি বাউন্ডারি মেরেছে শ্রীলঙ্কা। মারেনি একটিও ছয়। শ্রীলঙ্কার প্রথম ছয় ব্যাটসম্যান করেছেন- ৬,২,১,৬,০ এবং ১। সাত নম্বরে নেমে শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি রান করেছেন ওশাদি রণসিঙ্ঘে, ২০ বলে ১৩ রান করেছেন তিনি।
#AsiaCup2022 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦 🏆
Well done, #TeamIndia! 👏 👏#INDvSLpic.twitter.com/qYBP4t6WMV— BCCI Women (@BCCIWomen) October 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us