New Update
/anm-bengali/media/post_banners/i0VICMh6Tb5w4RTe2D1C.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শত্রুদের চোখ রাঙিয়ে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা দফতর। এদিকে ডিআরডিও আজকাল নতুন দায়িত্ব পেয়েছে।
সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি ও জঙ্গিদের অস্ত্র শীঘ্রই এখন 'নীরব' হয়ে যাবে। সীমান্তের ওপার থেকে ভারতে অস্ত্র ও বিস্ফোরক পাঠানোর জন্য নতুন অস্ত্র হিসেবে ড্রোনও ব্যবহার করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে এখন ডিআরডিও পাল্টা অস্ত্রের সন্ধান করছে এবং ভবিষ্যতের জন্য অস্ত্র নিয়েও কাজ করছে। ঘাতক ইলেক্ট্রো ম্যাগ্নেটিক রেলগন তৈরি করছে DRDO।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us