বাজি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তার ২ ছেলে গ্রেফতার

author-image
Harmeet
New Update
বাজি বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তার ২ ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়াঃ পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে বাজি বিষ্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তার ২ ছেলে গ্রেফতার। আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাতে চিল্কা থেকে পাঁশকুড়া থানা গ্রেফতার করেছে। পাঁশকুড়া থানার আই সি আশীষ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন, গ্রেফতার হয়েছেন শান্তনু ভক্তা ও অতনু ভক্তা। আজ তমলুক জেলা আদালতে তোলা হবে। তবে মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা এখনও পুলিশের হাতে অধরা।